জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৬৭

মন মুর্দা সব হাটে চরে, দেখতেছি এই দুনিয়াতে
আঘাত নাহি পাইলে কারো ভাব জাগেনা মনেতে ।।
কত রঙ্গের সৃষ্টি হয়ে সাজলো আল্লা এইখানে
গ্রহান্তরে আর বা কত, সেই কথা কেউ নাহি জানে
অন্ধ বিশ্বাস লইয়া প্রাণে, বাস করে যাই জগতে ।।
কবির মনে জাগে যেমনি, নানা ভাবের শায়রি পদ
তেইশ বছরে ভাসলো কোরাণ, তেমনি দিলে মোহাম্মদ
শুনে সবাই হলো নীরব, বিশ্বাস করে প্রাণেতে ।।
ডঙ্কা বাজাই, নিশান উড়াই, করতে শুধু নাম জারি
বাহির ভিতর ঠিক না করে, জানাইতেছি হামবড়ি
ছল চাতুরী দুনিয়াদারী, মনে ঘোরায় দিন রাইতে ।।
মূর্খ মানুষ চিনে কেবল গোরস্তানের সোজা পথ
মানে কেবল কাগজ কিতাব, খোদার হাতের দস্তখত
খাটলো না কারো কোনো হেকমত, সমান সমান থাকিতে ।।
মরছে কত মাটির মানুষ, বিলীন হইলো সব কায়া
উড়ে গেলো সোনার পক্ষী, পড়ে রইলো তার ছায়া
কারে জালাল করে মায়া, ভুলে আছে প্রেমেতে ।।