অভাব তুমি, স্বভাব আমি, অবশিষ্ট তুমিই শেষে
থাকবে বলে খেইল পাতিয়া, এক ঘরেতে আছি বসে ।।
সত্ত রজ তম তিনে, পাঁচ পাঁচা পচিশের গুণে
কামে প্রেমের আকর্ষণে জীবসমষ্টি চললো ভেসে ।।
যতক্ষণ রয় আমার আমার, থাকবে নানা ভাবের বিকার
তুই নিরাকার আমি সাকার, বাধা আছি এক নিঃশ্বাসে ।।
জীবন লইয়া জীব সাজিয়া, অহংকারে আমি কইয়া
তোমারে গেলাম ভুলিয়া, ভোগ বাসনার সহবাসে ।।
যে দেখেছে বর্তমান, মানবেনা সে কিতাব কোরাণ
সাগরের জল বিন্দু সমান, হয়ে ঘুরাই বাতাসে ।।
জালালে কয় চিন্তা করে, আবার যদি আসি ঘুরে
উর্দ্ধে যাবো ধীরে ধীরে, তোমার কাছে অনায়াসে ।।