জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬২

মইলাম চৌকিদারী চাকরী করে
কম বেতনে তলে পড়া, হাজিরা দেই থানার ঘরে ।।
যত সব মাটির গড়া, আমার হাতে বাতাস ভরা
পাড়ায় পাড়ায় জন্ম মরা, লেখি কয়দিন পরে পরে
মদনা চোরায় সিদ কাটিয়া, গৃহস্থের মাল নেয় টানিয়া
দফাদার চৈতারে লইয়া, পাহারা দেই অন্ধকারে ।।
জ্ঞান দারোগায় তহরি খায়, মন ম্যাজিস্ট্রেট অংশ পায়
আসল পাজি পুলিশ ছয়টায়, ফন্দি সন্ধির যোগাড় করে ।
জুতার বোঝাও বইতে জানি, রাত্রদিনেই মরা টানি
নামটি আমার হয় পরাণী, চক্কিয়া ডাকে সবাই মোরে ।।
জালালে কয় এই বেটারে, যে সব বেটায় চিনতে পারে
ধন্য তারা এ সংসারে, অনায়াসে গেছে তরে ।।