সারা নিশি তোমার আশে, জাগিয়া পোহাইলাম রে
নিদয়া শ্যাম, দুঃখিনীর পরাণে কেন এই দুঃখ দিলে ।।
বন্ধুরে, কহিতে কলিজা ফাটে, নয়নে বয় পানি
নিঠুরের প্রেম কইরা এখন হইলাম পাগলিনীরে ।।
বন্ধুরে, যার অন্তরে আছে হায়রে, দারুণ প্রেমের জ্বালা
হাসি খুশি নাই তার মুখে, কান্দে সে নিরালা রে ।।
বন্ধুরে, ঝিলিমিল আকাশের বাতি, কোকিল কয় ডাকিয়া
আর কত রহিবে জালাল, দূরের পথ চাইয়া রে ।।