অসময়ে ডুবলো তরী কামিনীর ঐ কাম সাগরে
সব দেশেরই সকল মানুষ, এইখানেতেই ডুবে মরে ।।
পীর দেওয়ানা আগা ফকীর, পূর্ব হইতে এই পৃথিবীর
যত ছিলো বীর মহাবীর, খোজ নাই কারো চিরতরে ।।
রয় না গৃহ ধর্মনীতি, কামে টানে প্রেম পীরিতি
নিভাইয়া জ্ঞানের বাতি, ফেলিয়া যায় আঁধার ঘরে ।।
তিক্ত রসের মধুর আস্বাদ, শেষ জীবনে ঘটায় প্রামাদ
লুব্ধ মিথ্যা মায়ার ফাঁদ, আপনা হতেই যায়গা সরে ।।
এই জগতের বন্দীশালায়, ঘুম দিয়েছো যে যথায়
জালাল বলে এই দেশে আর, থাকতে সাধ্য নাই কাহার
মন করে নেও খুব পরিস্কার, রোগ ব্যাধি না ধরবে তোরে ।।