কি দিয়া তুষিবো তোমার মন রে পরাণের ধন
কি আছে আমার রে, করিতাম যতন ।।
বন্ধুরে, রুপ গেলো যৌবন গেলো, চন্দ্রমুখ শুকাইলো
সময় থাকিতে হায় পাইলামনা চরণ
মিছা দোষী করবে আশায়, দেখা দিতে এলে আমায়
শুকনা ফুল চুষে কি আর পাবে আস্বাদনরে পরাণের ধন ।।
বন্ধুরে, আষাঢ়ে বরিষার জলে, তখন তুমি কোথায় ছিলে
মুই দুঃখিনী নারীর কথা হইলোনা স্মরণ
প্রেমের তরী ঘাটে বেধে, তব রুপ গাথিয়ে হৃদে
দেব বলে বৃক্ষতলে করিতাম রোদন রে, পরানের ধন ।।
বন্ধুরে সারা নিশি মনরঙ্গে, শুইয়া তোমার সঙ্গে
কুল যুবতী করে কতই প্রেমের আলাপন
রজণী পোহাইয়া যায়, অভাগিনীর ফুল শয্যায়
এখন এলে দেখা দিয়ে জ্বালাইতে জীবন রে, পরাণের ধন ।।