মীন ধরিবার আশে আইলাম ভবের বাজারে
সে যে শূণ্যে থাকে, নীরে ভাসে, দেহের মাঝারে ।।
মীন হয়ে সেই মনের মানুষ, নীরে ক্ষীরে উড়ায় ফানুষ
মুর্শিদ নামের জাল পাতিয়া, ধরলে হবে দেহ তাজা রে ।।
জাল ফেলিবার ইচ্ছা হলে, পড়গে গুরুর চরণ তলে
মাতৃ গাঙে মীনের খেলা, কত লক্ষ হাজারে ।।
সূতার প্যাচে নদীর জলে, পড়িসনারে কখন ভুলে
কত ফকীর সাধু পিছলে পড়ে, ভালো মাজারে ।।
মীন ধরিবার জাল কিনিয়া, জালাল উদ্দীন পথ চিনিয়া
বইসে আছে নদীর ধারে, টানছে নামের গাজা রে ।।