পাগলের হাট বাজারে দেখছি ঘুরে
পাগল ছাড়া কেউ ভালো নয় ।।
কেহ পাগল রঙে রসে, ঘরে বসে
গিন্নির সাথে কথা কয়
কেউবা মদের পাগল, সুদের পাগল
অর্থ চিন্তায় বিভোর রয় ।।
লাইলি পাগল মজনু পাগল, আসল নকল
শিরি ফরহাদ প্রেমে বিলয়
জোলেখা ইউসুফ চাইয়া, দিন কাটাইয়া
মরে গিয়া হয় মৃত্যুঞ্জয় ।।
সেই পাগল হয় অগ্রগণ্য, করি মান্য
ছাড়িয়া কূল কলঙ্কের ভয়
ছেড়ে আপন ভিটা বাড়ি, সকল ছাড়ি
গাছতলায় নিয়াছে আশ্রয় ।।
এরা পীরের নকশা লইয়া আছে বইয়া
বরজক ধ্যানে সকল সময়
সত্য পাগল তারাই বটে, ভবের হাটে
জালাল পাগলার ভাব বিপর্যয় ।।