জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৫৩

পাগলের হাট বাজারে, দেবগণ যুক্তি করে
এ বিশ্বের মঙ্গল তরে, ঘুরিয়ে বেড়ায় ।।
সত্ব রজ তমো গুণে, ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনে
ছিলো তারা সাধনে, যোগ মায়ার দায়
পরে সে মা কুণ্ডলীনি, সাজিয়ে যোগিনী
রা হয়ে ভেসে তিনি বাসনা পুরায় ।।
বীণা হাতে দিবানিশি পাগল হয়ে নারদ ঋষি
গাছতলাতে বসি বসি কতই না বাজায়
পশুপতি পাগল পারা, দুর্গার হাতে পড়ে ধরা
ভবানী মা কালী তারা, বুকেতে দাড়ায় ।।
হইয়া পাগল ভোলা, কৈলাশে করেছে খেলা
ভাবিলে আজব লীলা বোঝা নাহি যায়
পাগল হয়ে হনুমান, রাম রুপে করে ধ্যান
ছিড়িয়ে বক্ষস্থান সীতারে দেখায় ।।
পাগল হয়ে গৌড় হরি, ডোর কৌপিন অঙ্গে পরি
ব্রজ ধাম আঁধার করি, নদীয়াতে যায়
হরি হয়ে বলে হরি, ধূলাতে যায় গড়াগড়ি
জালালে কয় বংশীধারী মাথাটি মুড়ায় ।।