ক্ষণস্থায়ী মানব জীবন, জলে বিম্ব ভাসে যেমন
থাকেনা তার কোনো চিহ্ন, জলেতে যায় সব মিশিয়া ।।
মানুষের এই সুখলিপ্সু, রয় যত ইন্দ্রিয় নিচয়
অবিরত মনের কোনে, কতকিছুর বোঝা বয়
শক্তি নাহি যার যেখানে, সেইসব আশা টেনে আনে
হাসি ফোটায় চাঁদ বদনে, সহস্র দুঃখ পায় ঠেলিয়া ।।
সকলেরই দৃষ্টি পথে, আছেন তিনি লক্ষ প্রভায়
তবু কারো অন্ধ আঁখি, রুপ তাহারি দেখতে না পায়
ধনী নির্ধন এই নিখিলের, আরো কত বহির্বিশ্বের
ব্যাথায় ভরা সুপ্ত প্রাণের, আশাতে রয় কেবল চাইয়া ।।
অন্তরে মোর আলো কোঠায়, ছিলো ছোট্ট এক মোমবাতি
দিনের নাগাল পাওয়ার আগে, পুড়ে গেলো রাতারাতি
তাই তো জালাল ভাবছে বসে, কি করিলাম ভবে এসে
কোথায় জানি চলছি ভেসে, কতকিছুই মনে লইয়া ।।