তুমি নাচো তুমি গাও, তুমি বাজাও তোমার তালে
মিছে মানুষ মায়ার ঘোরে, আমার আমার কেবল বলে ।।
মাতা পিতার রুপ ধরিয়া, জন্ম দিলা এই ভবে
বন্ধু হইয়া সারা জীবন, সঙ্গের সাথী আছো তবে
প্রেম মাখিয়া ভার্যারুপে, নামাইছো এই ভবকূপে
পাড়ে উঠতে দিলেনা আর, অন্ধকারে ঘুরাইলে ।।
কে কার আপন, কেবা পর, পথের সাথী সব জনাই
স্বার্থের তরে ডাকাডাকি, মাতাপিতা মামা ভাই
বাসা যেদিন ভেঙ্গে যাবে, রাজ্য সম্পদ কি করিবে
সোনার দেহ শেষ হইবে, কব্বর নাহয় চিতায় জ্বলে ।।
চাওয়ার আগে পাওয়া সবই, এতই তোমার করুণা
ধরতে গেলে দেওনা ধরা, জালাল কিছুই বুঝিলো না
কখন থাকো সিংহাসনে, ঘোরো আবার বনে বনে
যখন যাহা লয় তোর মনে, তাই করে যাও লীলার ছলে ।।