জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৪৪

জলের নীচে চাঁদ উঠেছে, ধরতে গেলে বাজে গোল
নদীর উপরতলা খুব চঞ্চলা, ভাবতে গেলে প্রাণ আকুল ।।
জোয়ারেতে ভাটির পানি, উজায় কেন নাহি জানি
আষাঢ় মাসে নওজোয়ানী, তরঙ্গে ভাঙে দুকূল ।।
প্রেমিকের সাধনার ধন, না চিনলে কে করে যতন
ভাসিয়ে যায় পরশ রতন, হইয়া তৃণ সমতুল ।।
আকাশেতে গাছের শিকড়, পাতালে ফুলের ভিতর
মধুপানে মত্ত ভোমর, ডালে বসে নাচে বুলবুল ।।
নেশা খেয়ে আছো পড়ে, কাম কামিনীর সঙ্গ ধরে
গুরুর নাম আশ্রয় করে, অন্ধ আঁখি ফোটায়ে তোল ।।
জালাল উদ্দিন দিশেহারা, হয়না চন্দ্র সাধন করা
মরিয়ে তিন যুগের মরা, কলিতে ফোটাবে ফুল ।।