জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬০৯

দেখলে না রং তামাশা
মাটির ঘরে পবন ভরে, করছে কত যাওয়া আসা ।।
মনের শান্তি মণিপুরে, নারীর যৌবন ঘরে
হুশ রেখে যে যাইতে পারে, মিটবে মনের আশা
পায়না সে ধন বেহুশে, মন কিঞ্চিত রতি মাসা
পাইলো যারা, সাধু তারা, উভয় কূলের পথ খোলাসা ।।
গিয়া দেখ মেয়ের কাছে, প্রেমের একটি পুকুর আছে
তাতে যেজন ডুব দিয়াছে, লইয়া প্রেমের নিশা
কমতি নাহি পড়বে কখন, জানলে তাহার দিশা
ভাও জানিলে মিলবে অটল, লাগবেনা আর হাতের পয়সা ।।
হাতে নিয়া ব্রহ্ম দণ্ড, করিয়া দেও লণ্ডভণ্ড
ভিতরে যে অগ্নিকুণ্ড, ভাঙ্গো তাহার বাসা
তুচ্ছ জিনিস লইয়া তুমি করছো কতই আশা
বেশীদিন আর নাইরে বাকী, বারণ হইতে কান্না হাসা
ভেবে জালাল উদ্দীন বলে, আমায় তুমি ছেড়ে গেলে
দেখা দিও রংমহলে, হয়ে রাজা বাদশা
কত কষ্টে রইলে বন্ধ, করলাম না জিজ্ঞাসা
যাবার কালে পাইতাম দেখা, মনে রইলো এই পিপাসা ।।