জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৫০

রুপের ঘরে দরজা খুলে, দেখনা আকাশ পাতাল ছাড়া
আছে মানুষ তারি কাজে, সন্ধ্যা বেলায় কর্ম সারা ।।
ছয়টি গ্রামে এক চৌকিদার, পরাণ পেয়াদা জবান সরদার
থাকে নদীর পুবের পাড়, মার্গে দিয়া এক পেরেক মারা
স্বাধিষ্ঠানে মণিপুরে, নদীর পাড়ে এক হরিণ চরে
ব্যাধে যখন শিকার ধরে, নীচে থেকে দেয় নাড়া ।।
অনাহতে বৃষ্টি ঝরে, ভেড়া ভেড়ী ভিজিয়া মরে
জ্ঞান ঠাকুরে আগুন ধরে, গিয়ে তখন কোনাপাড়া
রাজাইলের মদনা কুকুর, ভেড়াভেড়ীর মামাশ্বশুর
পঞ্চমে তার ওঠে সুর, লেজটা থাকে সদায় খাড়া ।।
জালালে কয় ভাব বুঝিয়া, ঘরের ভিতর লও খুজিয়া
রসিক নইলে রস মিলাইয়া, কে বোঝে মোর ইশারা
যে করেছে দেহের বিচার, ঘুচে গেলো তার অন্ধকার
দমের সনে বেধেছে তার, প্রাণ বধুরে হয়না হারা ।।