নয় দরজা বন্ধ করে, আঁধার ঘরে দেও রওশনি
উপরের তলায় সাধনের ধন, আছেরে তোর চিন্তামণি ।।
কুম্ভকে দম আটকা দিয়া, মূলাধার হইতে গিয়া
উর্দ্ধে চল চোখ মুদিয়া, শুনতে পাবে সোহহং ধ্বনি ।।
মনেরে করিলে সাথী, জ্বলবে তোমার জ্ঞানের বাতি
ফুল ফুটিবে নানান জাতি, মধ্যে জ্বলবে পরশমণি ।।
ধ্যান রাখিয়া অন্তঃপুরে, শিঙ্গা বাজাও মার্গের জোরে
ভয় পাইয়া তুই যাইসনা দূরে, নীচে ঘুমায় অষ্টফণি ।।
নিত্য ধামের কোলাহলে, মুক্তি আনবে এই ভূমণ্ডলে
মিলবে সিদ্ধি সাধন হলে, পার হবে ত্রিবেণী ।।
জালাল বলে সাধু যারা, এই ভাবেতেই গেছে তারা
মরে গেলেও যায়না মারা, হাত করেছে আগুন পানি ।।