জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৪১

দিল দরদে চাহো একবার, দেও খাজা রহমতের পানি
আশার আশে দূরদেশে কাটাইলাম এ জিন্দেগানী ।।
আউলিয়ায় দুনিয়াই ঘেরা, বড়পীর কি তুমিই সেরা
পাক তনেতে দিলো ধরা, রসুলুল্লার পরাণি ।।
সেকান্দর শাহ জামাল উদ্দিন, কাল্লা সইদ জিয়াউদ্দীন
ছেরমস্ত ওলি আলাউদ্দিন, আলি রেজা বুস্তানি ।।
দায়র বক্স ইয়াকুব মস্তান, শহীদ ইয়ার গরম দেওয়ান
ইউসুফ এহিয়া সোলমান, সৈয়দ আলম মামুদ গণি ।।
হামিদ ফারুখ আরিফ হাসান, বুরহান উদ্দীন শরীফ জিন্দান
দুয়া ফায়েজে হও মেহেরবান, জালালের আজ কাঁদে প্রাণি ।।