আমার করে দুনিয়াই লয়ে, পাতিয়াছি ফুল বিছানা
ঠিকের ঘরে ঠিক বুঝেছি, আমি যে আর কিছুনা ।।
ভালো মন্দ যা করে যাই, তোমার ইচ্ছায় সর্বদাই
তুমি করো সবকিছু তাই, কাজের দায়ী আমি না
ইশারায় চালাইছো তুমি, দোষ করে যাই তাইতে আমি
তোমার কর্মে হই বদনামী, ভেদ বুঝিতে আর পারিনা ।।
চোরকে চুরি করতে কও, বাড়িওয়ালা জাগাইয়া লও
ধরা পড়লে বিচারে বও, তোমারি এসব বাহানা
ফুক দিলে তুই বেজে উঠি, করছি কতই ছোটাছুটি
বাঁশি আমি মোটামুটি, আপনি বেজে উঠিনা ।।
তোর যতসব ছলচাতুরী, আর আমি সহিতে নারি
খেলা ভেঙ্গে ছাড়াছাড়ি হলেই যাইতো যন্ত্রণা
এইবার যদি চলে যাই, কব্বরে বাজাবো সাঁনাই
বুঝে নিবে আলেক সাঁই, ধরলে জালাল ছাড়বে না ।।