কাগার বাচ্চা পালন করে জীবন ভরে
একদিনও আর সুখ পেলেম না ।।
শিখেছে কঠোর বুলি, গালাগালি
ভালো কথা আর জানেনা
কেবল তাহার গণ্ডগোলে, দিন যায় চলে
নীরবে থাকতে পারেনা ।।
জাগিয়া সবার আগে, কতই দিকে
উড়ে যায় মোর ডাক শোনে না
ফাক পাইলে অন্যের ঘরে প্রবেশ করে
কেউ তারে আর ভালো কয়না ।।
জালালে কয় জংলি পাখি কেমনে রাখি
বুঝাইলেও যে বুঝ মানেনা
দুগ্ধ কলা দূরে থুইয়া বিষ্ঠা লইয়া
আল্লাদে সে হয় আটখানা ।।