জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৩০

অভয়া জননী যাহার, তার কি ভবে আছেরে ভয়
অভয় নিয়া মন পরাণে, ভয়েরে দেখাচ্ছে ভয় ।।
পিতা যাহার সর্বব্যাপী, মাতা যার হয় বহুরুপী
অনন্ত শকতি যার মহিমা জগতময় ।।
যেভাবে যে তারে ডাকে, সেই ভাব তাহার গায়ে মাখে
মমতায় মজায়ে রাখে, নিজেও সে মজিয়ে রয় ।।
নর কিন্নর দেব দানব, ভবে আছে আর যতসব
ভূত প্রেত যক্ষ মানব, নাম স্মরণেই ভীত হয় ।।
কালে তারে গ্রাস করেনা, প্রলয়ে সে বিনাশ হয়না
নিয়তি তায় পারিবেনা, যাতনায় করিতে ক্ষয় ।।