জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৫৬

অর্থ ছাড়া ফকীরি কই, তালাশিয়ে দেখরে মন
দুনিয়ার দরবেশী যত, টাকা পয়সাই মূল কারণ ।।
ঐ যে দেখ লম্বা দাড়ি, মোল্লা কিম্বা হাফেজ কারী
যার তার ভাবে ফতোয়া জারি, নিজেরা ঠিক নাই কখন ।।
কথা কয়না কায়দা ছাড়া, পাগড়ি মাথে মার্কা মারা
ফন্দি খুজে বেড়ায় তারা, কীসে হবে উপার্জন ।।
তবে হয়তো বলতে পারি, ঐ যে বেটা জটাধারী
পুত্র কন্যা ঘর বাড়ি, ছেড়ে ঘোরে কি কারণ
দেখ কয়টা পয়সা দিয়া, নেয় কি না দেয় ফেলিয়া
পয়সার লোভ ছেড়ে দিয়া, আছে বটে দুই একজন ।।
যাদের মুখে শব্দ নাই, ছেড়ে দিছে ভবের বড়াই
প্রেমসাগরে খেলছে লাই, পলক ছাড়া দুই নয়ন
তারা করে একের আশা, জঙ্গলেতে করছে বাসা
সম্পর্ক নাই রতি মাসা, সব দিয়েছে বিসর্জন ।।