তুমি আমি দুয়ের মাঝে গোল বাধিলো অবিশ্বাসে
ক্ষুদ্র একটা নাও বাধিয়া, এক সাগরে যাই ভেসে ।।
চতুরঙ্গ পাঁচ পূরণে, সত্ব রজ আর তম গুণে
জীব সমষ্টি ত্রিভুবনে, বহু রং সাজিলো এসে
আমিত্ব রুপান্তর করি, হইলাম কত দেহধারী
থাকতে আছি যার তার বাড়ি, বদ্ধ হয়ে মায়াপাশে ।।
তুমি পরম সত্বা হইয়া, গিয়াছো আজ হারাইয়া
আমি হেথা আমার কইয়া, চেয়ে থাকি তোর আশে
জীব সাজিলাম জীবন লয়ে, ভোগ সাগরে নৌকা বেয়ে
ভুলে পড়ে আসলাম ধেয়ে, কাম বাসনার সহবাসে ।।
সাগরের জলবিন্দু হইয়া, আসমানে উঠেছি গিয়া
তন্ত্র মন্ত্র সব জানিয়া, অহম ভাবে এই দেশে
ভাবিয়া কয় জালাল উদ্দীন, ঘুরবো আমি আর কতদিন
ধরে নেওয়া খুবই কঠিন, ঘুরাইতেছি নাকের শ্বাসে ।।