জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৬৫

পিজর ফেলে গেলো গো চলে
অঞ্চলের ধন কাঞ্চা সোনা, জীবন রয়না তারে হারাইলে ।।
প্রাণের চেয়ে অধিক জানিয়ে, বাধিয়াছিলাম প্রেম শিকলে
শিকল কাটিয়া ময়নারে টিয়া, গিয়াছে উড়িয়া কেমন কৌশলে ।।
ছেড়ে প্রাণ পাখি, কেমনে থাকি
ঝরে দুটো আখি নিরলে
সহেনা পরানে জানেনা অন্যে, কত যে ডাকিতো বধুয়া বলে ।।
পিঞ্জর হাতে ঘুরিতেছি পথে, পারি কি না ধরিতে কোনো কালে
পেলে করবো জিজ্ঞাসা, কেন ভালবাসা, আশা দিয়ে আগে বাড়ালে ।।
না জানি কোন বেশে গিয়ে কোন দেশে, আছে কার বশে দাসেরে ভুলে
মরণে আসিও দেখিয়ে যাইয়ো, কোন দিনের প্রিয় পাগল জালালে ।।