জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৫৫

পঞ্চে পঞ্চ মিশে যাবে, বিচার হবে আর কাহার
তোমার আমার পরিচিতি, দুই সুরতে এক আকার ।।
সাগর লহরি যেমন, ঘুমায় সাগর বুকেতে
অনন্তে মিশিবে আত্মা, মরলে পরেই সুখেতে
ভবে এসে মন দুঃখে করছি কতই হাহাকার ।।
কেউ বলতেছে প্রেম আত্মা বাতাসেতেই রয়
কর্মফলে সুখি দেখো, দুঃখি হয়ে জনম লয়
তা নাহলে ভেদ কেন রয় ধনী গরীব দুনিয়ার ।।
ধান্ধাবাজি, ধান্ধার ঘরে, ঘুরছে মানুষ বেদিশে
একটু বাতাস বাহির হইলে, কই চলে যায় নিমেষে
কেউ পাইলোনা তাহার দিশে, দূর হইলোনা আমার আমার ।।
মরিয়া কেউ কয়না কথা, পাছের যত বিবরণ
ঠিক সিদ্ধান্ত হলোনা তাই, মিছে গেলো এই জীবন
কবে জানি আসবে শমন, জালাল নাহি জানলো আর ।।