কইরে আমার কাঁটার বেড়া, দ্বার বেধেছি খুব করে
মধ্যে আলোর ঝিকিমিকি, গোপন পুরীর ঘুম ঘরে ।।
যে দেখেছি নিজ নয়নে, যায়না সে তো অনুমানে
তার খেলা হয় প্রাণে প্রাণে, বাঁশিতে সুখ সুর ভরে ।।
ছিড়ে গেলো মায়ার ফাঁসি, ঝলকে উঠে আলোক রাশি
প্রেমের বানে তিমির নাশি, আসলো কতই চুপ করে ।।
প্রেমের সাগর গভীর ভারী, সকলের ঘটেনা পাড়ি
অরসিকের ঠেকে তরী, গভীর জলে চর পড়ে ।।
জালাল উদ্দীন মন বেফানা, শোনেনা সে মোল্লার মানা
বাহিরে সে সাজলো কানা, ভিতর নিয়াই রয় মরে ।।