ভুল করে মূল নষ্ট হলো, মিছে গেলো এ জীবন
ফুল ফোটেনা ফল ধরেনা, হারাইয়াছি রুপ যৌবন ।।
ভাবি বসে কি দিন গেলো, চোখে আসে জল
তারে আর হলোনা পাওয়া, সকলই নিষ্ফল
গিয়েছে এই দেহেরই বল, কবে জানি হবে মরণ ।।
বিরামহীন জ্যোতির আভা, নক্ষত্রের আলোকে
ঝিকিমিকি করে যেন, দেখিতেছি মোর চোখে
তাইতো আগুন জ্বলছে বুকে, হলোনা আর যোগ মিলন ।।
কাল রাতে আজ মাখছে কালি, পথ হারাইয়া বেদিশে
আকাশ যেন ঝুকে পড়ছে, সমুদ্দুরের সাথে মিশে
প্রাণ যাবে হায় বিষয় বিষে, হইলোনা তার দরশন ।।
যে তত্ব খুজিয়ে তাজ গড়ে গেছে শাজাহান
তাই বুঝিয়া জালাল কবি, গাইলো নানা রঙ্গের গান
কাঁদিবে দুনিয়ার প্রাণ, আসিলে পুবালী পবন ।।