জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৪৫

চুলা বানাইলো কী কৌশলে
কলের চুলায় জল দিলে আগুন জ্বলে ।।
যেখানে ঐ কলের চুলা, দুনিয়ার সব ওলামেলা
ধনী মানির পান্থশালা, আসে যায় দলে দলে ।।
গরীব দুঃখির অতিথখানা, খাইতে গেলে পেট ভরেনা
তরকারিতে লবন দেয়না, পাক করে দেয় এক জালে ।।
হিমালয় পর্বত পরে, জল রয়েছে সরোবরে
যাহার যখন দরকার পড়ে, জল আসিবে টিপ দিলে ।।
সেই চুলাতে সবই রান্ধা, এই দুনিয়ার যত বান্দা
গরম থাকতেই হলেম গান্ধা, ভাবিয়ে কয় জালালে ।।