ঐ যে ভিখারী, সারাটা দিন ভরি
কত কষ্ট করে, হরি জানো না ?
কিবা দোষে তারে করিয়াছো এমন
কেন নাহি শোনো তার কাতর রোদন
শীর্ণ দেহে জীর্ণ বসন, অনাহারে সহে কত যন্ত্রণা ।।
পেট ভরে না খেতে পায় সে একবার
সংসারে সুহৃদ নাই কীরে তাহার
দয়াময় তোর ঐ কি বিচার, লীলা খেলা বোঝা যায় না ।।
মহাব্যাধী তুমি দিয়েছো তারে
হাত পা অবশ, চলতে না পারে
তবু দ্বারে দ্বারে তব নাম ধরে করে মহিমা ঘোষণা ।।
কাঙালের ঘরে যদি জন্ম দিয়েছিলে
নয়ন দুটো কেন তার কাড়িয়ে নিলে
হৃদয় ফেটে যায় দেখিলে, পাষাণ তুমি গেছে জানা ।।
কারেও দিয়েছো তুমি রাজ্য সিংহাসন
ক্ষান্ত হওনা দিয়ে তারে কোটী ভরা ধন
এ হিংসা তোর করে দর্শন, জালাল ভেবে কূল পেলো না ।।