জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৩১

মোল্লাজি, কন কি আজি
শোনলে আমার পায় হাসি
মইলে পরে বিচার হবে
জ্বইলে মরে মন খাসি ।।
কে গড়েছে ভালো মন্দ, এই যে দুঃখের দুনিয়ায়
ফুল ফুটে আর গন্ধ ছুটে, ফুল বাগানে কার দয়ায়
কার বা বিচার কে করিবে
আপনারই কূল নাশি ।।
যখন এলাম দুনিয়াতে, সে কি আমায় জানলো না
কেমন হবো, কি করিবো, তার ভাবে কেন গড়লোনা
এখন মরার উপর মার দিয়ে কি
ডুবাবে তার মান রাশি ?
জন্মের আগে কোথায় ছিলাম, কেউ কি বলতে পারবে গো
মরলে পরে সেইতো হবে, কেউ না কভু হারবে গো
সাগর হতে জন্মে জালাল সাগর পানেই যায় ভাসি ।।