জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১২২

তাওয়াজ হাসিল করে, পীরের চরণ ধরে
ধ্যানে দিদারে মজলেনারে মন ।।
জাহেরা পীরের ছুরতে, থাকলে আছে জগতে
না থাকিলে নাই কিন্তু, বিশ্বাসের কারণ
বিশ্বাস বিহনে, হবেনা এ জীবনে
রয়ে সয়ে থাকলে শেষে, পাবে দরশন ।।
পীর ছুরতে চাহিলে, এশকেতে মজিলে
সেই ছুরত বদলে হবে নবীর গঠন
সেই নবীর নূরে, সর্ব অঙ্গ জুড়ে
হইয়া যাবে তব দিলেতে রৌশন ।।
যদি সে নূর মিলে, তালা কুঞ্জি যায় খুলে
ফানাফিল্লার হালে ভুলিবে আপন
জালাল উদ্দিন বলে, নিজে নেস্তি হইলে
আপনার ছুরতে শেষে দেখরে নিরঞ্জন ।।