জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৯০

যৌবন জোয়ারের পানি ধরিলো উজান
এমন সময় কোন দেশেতে রইলা সোনার চানরে
যৌবন জোয়ারের পানি রে ।।
আষাঢ়ে বরিষার জলে, ভাসে নদীর কূল
ও তার ডোবে দুনো কূল
সুখের বসন্তে ফোটে নানা জাতি ফুলরে ।।
উত্তাল তরঙ্গে দরিয়া করে টলমল
ও তার বাতাস হয় প্রবল
আমার ঝিলিমিলি রুপের গৌরব, সকলই বিফল রে ।।
লজ্জাবতী লতারে যেমন ছুইতে গেলেই মরে
ও তার না জানি কি ডরে
লোকের কাছে কইনা ব্যাথা, বন্ধু নাই মোর ঘরে রে ।।
ভরা নদীর বুকেরে তরী, বাইলে সুজন নাইয়া
ও তার পিছনে বসিয়া
জালাল সেদিন তুলবে বাতাস, ভাইট্যাল বাতাস পাইয়া রে ।।