বেশী কথা বলিসনা মন, বেশী কিছুই ভালো নয়
বেশীর কাছে কম না থাকলে, বেশীর কি আর মূল্য রয় ?
ছয় লাখ বৎসর আরাধনায়, মোকরুমে বেহেশতো পায়
লান্নতের তৌকত তারই গলায়, কথা শুনে লাগে ভয়
কারুনের ধন বালু হইলো, নমরুদ নিজেই খোদা কইলো
শাদ্দাদ দরজায় মইলো, হাতেম কতই দুঃখ সয় ।।
বেশী পুত্রে বংশ নষ্ট, অতি সুখের পাছে কষ্ট
বেশী খাইলে জাতি ভ্রষ্ট, অতি প্রেম কলঙ্কময়
অতি দর্পে লঙ্কাপোড়া, অতিধর্মে বাসি মরা
অতি দানে রাজ্য ছাড়া, পাতালেতে হয় আশ্রয় ।।
যতই বেশী যাও খুজিয়া, ততই ধাধায় পড়বে গিয়া
বেশী বুঝলে পাগল হইয়া, যা ইচ্ছা তাই মুখে কয়
ভাবিয়া কয় জালাল উদ্দি, বেশী তারে ভাবো যদি
অভাবের হইবে বৃদ্ধি, ভাবতে ভাবতেই আয়ুক্ষয় ।।