জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫১২

মন বিলাসী রঙ্গিন বাঁশি, ললিতা সুর গায়রে
নিঝুম রাতে নিরালাতে, সাগর কিনারায় রে ।।
কোথা হতে না জানি হায়, হংস মুখর বাঁশরী
বাজায়ে গেলো উদাস করে, কেমনে তারে পাশরি
মুছিতেছি নয়ন বারি, সেই রাগের নিশায় রে ।।
আঁধার রাতে গভীর বনে, রাগিনী তার শুনিয়া
একলা ঘরে কেমনে থাকি, মরতে আছি কাঁদিয়া
পরাণ আমার গেলো পুড়িয়া, বন্ধুয়ার আশায় রে ।।
মন কুঞ্জের মাঝখানেতে, উঠছে কত রঙ্গের গান
তাই শুনে কি থাকতে পারে, অভাগিনীর কূলমান
পাগল হইয়া গেছে পরাণ, পাইনা তারে হায়রে ।।
আল্লার ছবি দেইখ্যা কবি, মরলেও নাহি মরিবে
কোটি কণ্ঠে যুগে যুগে, হাওয়াতে গান উড়িবে
জালালে আর কী করিবে, রইলো যন্ত্রণায় রে ।।