জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৮৪

শ্যাম পীরিতের বিষে প্রাণ যায়রে
কই গেলে পাবো শান্তি, বলে দেও আমারে রে ।।
কাল নাগে দংশে যারে, ঔষধে কী করতে পারে রে
যতই ঝারে, নামেনা রে, কেবল উজাইয়া যায় রে ।।
জীবন যৌবন দিলাম কুলমান, সব খোয়াইলাম রে
দরশন না পাইলাম, রহিলো সে কোথায় রে ।।
প্রেম করে নিঠুরের সনে, জ্বলে আগুন নিশিদিনে রে
নিদ্রা নাই মোর দুই নয়নে, অঙ্গ জ্বলে যায়রে ।।
পূর্ণ শশী হাসিমুখ, মনে হইলেই কাপে বুক রে
জালাল উদ্দীন মনের দুঃখ কারে না জানায় রে ।।