কোথা হতে এলেম ওরে, এ ভব সংসারে
দুদিন পরে কই যাবো শেষে ।।
আমার আমার করে কত, করছি যে বড়াই
ঠিকের ঘরে হিসাব নিলে আমার কিছুই নাই
ছলনা চাতুরী নিয়াই, মস্ত হয়ে আছি বসে ।।
মিথ্যা কথা কইতে জিহ্বা, কোথাও ঠেকলো না
লোভের ছাউনি ছেড়ে নয়ন, কিছুই দেখলো না
কানে নাহি শুনে মানা, অহংকার আর অভিলাষে ।।
চোখে দিয়ে চশমা জোড়া, এলেম আমি রণের ঘোড়া
পথে যেতে থোড়া থোড়া, সেলাম দেয় লোকে
দিন যেতেছে পরম সুখে, দুষ্ট বুদ্ধিই মনে ভাসে ।।
ভালো কথায় মন ডুবেনা, এখনও যে তোর
যে কটা দিন সামনে আছে, গুরুর চরণ ধর
নাম নিয়ে তুই শুদ্ধরে কর, ভক্তি শ্রদ্ধা জ্ঞান অঙ্কুশে ।।