জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৪১

ওগো স্বামী বলো আমার, কোথায় রাখি পা
বাড়াই চরণ শিউরে উঠি, দেইখে তোমার গা ।।
এ বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে, সেজেছিস তুই কতই সাজে
সবখানেতে তোরেই দেখি, যেখানেতে আছে যা ।।
দেহের গোমার কইরে মরি, কিছুই তাতে নাই আমারি
ছায়াবাজির ছায়া শুধু, এছাড়া আর কিছুই না ।।
আমি শুধুই নামে নামী, তুমিই যে সব কামের কামী
মাঝখানেতে হই বদনামী, কুলির বাসায় কাকের ছা ।।
পঞ্চভূতে দিয়ে বেড়া, আমার মাঝেই তোর চেহারা
লুকি দিয়া দেহের খাচায়, জালাল নামে করিস রা ।।