আমার দিন কি গোসাঁই এমনি যাবে
মায়ার বন্ধন করে ছদন, মনটাকে নেও তোমার ভাবে ।।
দুষ্টের দলটা হয়না বাধ্য, আর কি আছে আমার সাধ্য
তুমি আমার প্রাণারাধ্য, ভব জ্বালা সব ঘোচাবে ।।
কৃপা বারি ছিটাইয়া, মধুর নামের বীজ লাগাইয়া
আপনা হতে যত্ন নিয়া, এই মরুতে ফুল ফোটাবে ।।
বেলা হলো প্রায় অবসান, সুতায় ধরে মারবে একটান
কাঁদিছে জালালের প্রাণ, দেহটাকে কীড়ায় খাবে !