জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫২৩

খোদা তুমি আছো আমার মন মন্দিরে বসিয়া
তবে কেন মোর শক্তি সাহস, দিনে দিনে যায় খসিয়া ?
যেদিন তুমি খোদার বুকে, জেগে উঠলো সৃষ্টি কাম
সেই দিনেতে তোমার সাথে আমিও ভবে আসিলাম
তোমারি গুণ গাইয়া গেলাম, নতশিরে সেবিয়া ।।
পূণ্য আসে পাপের রথে, শয়তান হয়ে বেহেশতে যায়
সেই রাস্তাতে মানুষ যত চলে এলো দুনিয়ায়
তুমি কেন দেখলেনা তায়, রইলে রে চোখ বুজিয়া ।।
পাপী হইলে রইবেনা কেন, বেশতে যাওয়ার অধিকার
হাজার পাপে টুটে যায়না তেজ শক্তি আওলিয়ার
কিতাব লইয়া ঘুরছো এইবার, বাধতে চাওহে কষিয়া ।।
নিম্নস্তরে পাপ পূণ্য মহাশূণ্য, যেথা আমার ঘরবাড়ি
পাপেতে ব্রহ্মাণ্ড ঘেরা, কই যায় হায় কি করি
জালালে কয় যেদিন মরি, বিদায় নিবো হাসিয়া ।।