মানুষ বাজায় কলের বাঁশি, তালেতে বেতাল
উতাল হাওয়ায় বেতাল টানে, বেধে আনে মায়াজাল ।।
মরণ খাড়া পাছ দুয়ারে, কোনদিন ঘরের বাতি নিভায়
কী করিলাম কারও লাগি, ভেবে করি হায়রে হায়
ঢেউ খেলে যায় দিল দরিয়ায়, নেচে বেড়ায় মন মাতাল ।।
কোন আকাশের কোন সুদূরে, রয় বিরহীর প্রাণধন
বিনা লাভে যারে ভেবে কাটাইলাম এই জীবন
ধাধায় রহে বিশ্বভুবন, কেউ কোনদিন না পায় নাগাল ।।
নিঃশ্বাসে বিশ্বাস করি, বেধেছিলাম বাড়িঘর
কোনদিন বা পরোয়ানা আসে, পাওয়া গেলোনা সে খবর
খালি করে সাধের পিঞ্জর, পাখি চাইবে গাছের ডাল ।।
যারে লক্ষ্য করে জালাল, গেয়ে গেলো এত গান
মরলে পরেও তারই তরে, রয়ে যাবে প্রাণের টান
তোমরা কিন্তু থেকো সাবধান, সস্তায় না বিকাইয়ো মাল ।।