গুরু তোমার আশা করে ভাসিলাম এ ভব সাগরে
কূল দেও কি অকূলে রাখো, প্রাণ সপেছি আজ তোমারে ।।
তেরো নদী সপ্ত সাগর, জলের উপর ভাসে লহর
মাঝখানে এক বালুচর, কাছে গেলে ডাকাইতে মারে ।।
ঘোর অন্ধকার সকল সময়, কূল কোথায় নাহি নির্ণয়
ফিরে এসে কেহই না কয়, কোথায় গিয়ে কিবা করে ।।
দেখে যাও আজ বিশ্ববাসী, জানিনা আর কবে আসি
পৃথিবীর ঐ কান্নাহাসি, মুক্ত করলাম এক্কেবারে ।।
জালাল উদ্দির ভাঙা নায়, আর একজন পার হতে চায়
সেই মানুষটি আছে কোথায়, ভাবুক বিনে জানেনা রে ।।