জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৫৬

দ্বিদলেতে লুকাইয়া আচে মনচোর
পাইনা তারে জীবন ভরে, যদিও না অনেক দূর ।।
সপ্ততলা ভেদ করিয়া রত্নকাঞ্চন নেয় হরিয়া
যার ধন তারে দিয়া, প্রেমানন্দে রয় বিভোর
শূণ্যপুরে দিবানিশি, করিতেছে মিশামিশি
সিদ্ধ হইয়া যোগী ঋষি, বাঁশিতে ফুটাইলো সুর ।।
সবার ঘটেই চিরকাল, অনাহতে বাজে তাল
আসিলে মরণকাল, দেখবে যদি হও চতুর
পূর্ণিমাতে অর্ধচন্দ্র, চলে যেথায় ব্রহ্মরন্ধ্র
সহস্রারে ভাব স্বতন্ত্র, অটল মূর্তি শ্রীগুরুর ।।
শমন যখন আসবে কাছে, পলাইতে স্থান রয়েছে
পরদার আড়ে প্রাণটি বাঁচে, যাইতে পারলে শূণ্যপুর
সেই ভাবনায় জালালউদ্দী, লোপ করেছে বিষয়বুদ্ধি
তবু হইলোনা চিত্তশুদ্ধি, মন ছাড়েনা মদনপুর ।।