জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৯৪

অসার সংসারে কাজ কি বারে বারে
আসা যাওয়া এই বিদেশে, অসার সংসারে ।।
করিবে বলিয়া কর্ম, সবই রইলো বাকী
ধর্মাধর্ম মনে জাগে, মহাজন সাক্ষী
সদায় ঝুরে দুইটি আঁখি, কী জানি বা হয়রে শেষে ।।
অধরে মধুর হাসি, লোভী দুই নয়ন
করিতেছে কত নারীর মন আকর্ষণ
ভুলে যাবে জন্মের মতন, যেদিন শমন বাঁধবে কষে ।।
টুপি মাথে লাঠি হাতে, ঘড়ি ব্যাবহার
দৃষ্টি থাকতে নয়নেতে দেও চশম অলঙ্কার
নাম কুলায়ে যাও তালুকদার, দু চার দিনের জন্যে এসে ।।
কাল চুলের শান্তিবিলাস বোতল ভরা ঐ
মন বিলাসী আয়নামতি, পড়ে থাকবে কই
কাহার ছবি বুকে নিয়া, মাঝে মাঝে উঠবে হেসে ।।
এখনও মোর কথা যদি ভালো লাগে প্রাণ
হৃদয়তারে প্রেম ঝংকারে, গাওরে ভাবের গান
জালাল বলে হয়ে সাবধান, দিন কাটাওগে শান্তিরসে ।।