মানুষে না বুঝে কিছুই, তাল তরঙ্গে ভেসে যায়
ভিতরের সৌন্দর্য চায়না, বাহির দেখেই প্রাণ জুড়ায় ।।
কান্দাইলো হাসাইলো, জাগাইলো কে মোরে
টেনে নিয়া বুকের উপর, ফেলে দিলো বহুত দূরে
ভাসতে আছি সমুদ্দুরে কূল পেলেম না হায়রে হায় ।।
একটি কূলেতে আছে, গভীর জ্ঞানের যে সন্ধান
পৃথিবী না পারবে কভু, করতে তাহার উত্তর দান
খাটেনা কার বুদ্ধি জ্ঞান, বিধাতার এই সৃষ্টি লীলায় ।।
চন্দ্র সূর্য তারাগণ, কখনও না থাকে স্থির
যার ঈশারায় চালু এইসব, তার কাছেতে নতশির
ঠিক করে লও আন্দর বাহির, খাটি হয়ে দুনিয়ায় ।।
দেহ আত্মা যত আছে, এই ধরণীর মাঝখানে
সকলেই ঘুরিয়া ফিরে, এক পরমের সন্ধানে
জালালে কয় কেউ না জানে, তার বসতি রয় মাথায় ।।