যেয়ে দেখ যমুনার কূলে
সাঁই নিরঞ্জণ আছে গোপন, মিশিয়ে তার রাঙা জলে
মানব তরী ভেসে ভেসে, ঘুরে বেড়ায় চতুর্দেশে
একটি নালে পানি এসে, তিনটি রাস্তায় চলে
পরশমণি ভেসে আসে, নূতন যৌবনকালে
জন্ম মৃত্যু বারণ হবে, সময়মত ধরতে পারলে ।।
সেই নদীর উজান বাঁকে, দুইটি ধারা মিশিয়াছে
মাঝখানে একটি গাছে, দুটো কমল ঝুলে
নিত্য আসে মন মধুকর, ডাল ছাড়া সেই ফুলে
চার যুগে এক ডিম পেড়েছে, কুসুম কাঁচা মধ্যস্থলে ।।
লাগেনা তন্ত্রমন্ত্র, আসন কিম্বা কোনো যন্ত্র
হলে পরে শুদ্ধ শান্ত, মাসের মাসেই মিলে
পূর্ণচন্দ্রের খাসা পানি, অমাবস্যার কালে
গ্রহণ করো প্রেমের সুরা, ভেবে জালাল উদ্দিন বলে ।।