জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৫৫

মায়া মোহে আটকা আছি, ছুটে যাওয়া খুব কঠিন
আর তো আমার শোধ হলোনা, মহাজনের পাওনা ঋণ ।।
পৃথিবীর এই ধুলা খেলায়, দিন গিয়াছে মনের হেলায়
ঠেকছি এবার শেষের বেলায়, দেহটা হইলো শক্তিহীন
দেখে আইলাম জন্ম ভরে, কত মানুষ গেছে মরে
আজ আছে বেশ দুদিন পরে, মাটিতে হয় সব বিলীন ।।
দর্শনের এই তত্ব যত, জ্ঞানী বিজ্ঞানী শতে শত
কালের কাছে পরাহত, হতেছে সব দিনের দিন
যেতে হবে পরপারে, ভেদ নাহি রয় জাত বিচারে
কেউ রাখতে না পারবে কারে, জালে বদ্ধ সকল মীন ।।
বাইরে ঘরে উপরে নীচে, চতুর্দিকে যত আছে
দুইদিন পরে সবই মিছে, রইবেনা কার কোনো চিন
জালাল উদ্দীন তাই ভাবিয়া, দিছে ধুলি উড়াইয়া
শেষ কথাটি যাই বলিয়া, আত্মাকে বানাইয়ো স্বাধীন ।।