জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১১৯

আগে চিনগে সেই মানুষে
মুক্ত হইতে আশা করে, বন্ধ হইলে মায়া ফাঁসে ।।
মানুষের ভিতর মানুষ আছে, জিজ্ঞাস করো গুরুর কাছে
সেই মানুষ কোন ভাবে থাকে, কোন রসেতে ভাসে
শুদ্ধ মানুষ রুদ্ধ কীসে, খুজবে কেমন দেশে
কানে শোনা সোনার মানুষ, দেখতে পাওনা আপন দোষে ।।
মানুষের সঙ্গ পাইলে, সহজে স্ব ভাব নিলে
তবে সে ভাবের মানুষ, পাইতে পারো বসে
মানুষ যারা বেচে মরা, ধরা দেয়না খোশে
ধরলে চরণ জন্ম মরণ, বারণ হবে অনায়াসে ।।
সেই মানুষ পরশমণি, নিকটে তার অষ্ট ফণি
প্রবেশিতে পারেনা কেউ, পোড়ে যার তার শ্বাসে
বদ্ধ জীবের ভাগ্য বলে, দয়া করে এসে
চারি যুগের জেতা মরা, দেখাইয়া যায় সেই মানুষে ।।
যদি তখন দেখতে পারে, পরশ পড়শি বলে তারে
সেই পরশ অন্ধে পরশে, বিরস লোকে হাসে
আত্মসুখে আটকে রইলে মাকড়েরই আশে
জালাল উদ্দিন ঠেকে আছে, অল্প একটু অবিশ্বাসে ।।