আমারে বানাইলে তোমার পীরিতের দেওয়ানা রে
কালিয়া সোনা, আমারে বানাইলে তোমার আশেক দেওয়ানা ।।
বন্ধুরে, কুল দিলাম মান দিলাম, দিলাম ষোলো আনা
আমার বাড়ির আগদুয়ারে করো আনাগোনা রে ।।
বন্ধুরে, ঘরে পোড়া বাইরে পোড়া, পোড়া পৃষ্ঠ সিনা
তোর সনে পীরিতি কইরে, মুখ পুড়িলাম দুনা রে ।।
বন্ধুরে, আমি জানি আমার বেদন, অন্যে তো জানেনা
শুনিলে উজান ধাইতো গঙ্গা আর যমুনা রে ।।
বন্ধুরে, আইতে যাইতে আলাপ করো, কেউ তোরে দেখেনা
কত ফন্দি করে জালাল, এক ফান্দেও বাজলেনা রে ।।