তোরা কে যাবে গো আয়
প্রাণবন্ধে বাজায় বাঁশি, ঐ শোনা যায় ।।
একে তাহার নূতন যৌবন, আরও বাঁকা দুইটি নয়ন রে
ভুলাইতে নারীর মন আড়নয়নে চায় ।।
চূড়া মাথে চিকন কালা, গলে শোভে বনমালা রে
তারে দেখলে বাড়ে দ্বিগুণ জ্বালা, পরাণ লইয়া যায় ।।
শ্যামের মুখে মধুর হাসি, বধূগণের কূলবিনাশী রে
এই চরণে হইতে দাসী, কার না মনে চায় ।।
বসন্তে যৌবন জ্বালায়, নারীর বুক ফাটিয়া যায় রে
নাম ধরিয়া যখন বাজায়, আগুন ঢালে গায় ।।