কোন সুরেতে গাইবো আমি প্রভু তোমার গান
তোমার মান ভাঙায়ে মন রাঙাতে হলেম আমি হতমান ।।
ভবের এই যন্ত্রণা কূপে, জ্বলছে আগুন আমার ধূপে
মন ভুলেছে গন্ধে রুপে, কী জ্বালায় জ্বলছেরে প্রাণ ।।
ভ্রান্ত আমি কণ্ঠহারা, শক্তি বিহীন জ্যান্ত মরা
পন্থ ছাড়া কভু ফুটবে কি মোর দিব্যাজ্ঞান ?
যে সুরেতে বিশ্ব সৃজন, সে সুর কোথায় রাখছো গোপন
জালাল উদ্দীন দেখে স্বপন, তোমায় হতে অবসান ।।