পরের বেদন পরে কি জানে, যে জানে সে জানে
পীরিতে আমার কলিজা অঙ্গার, ঘুরিয়ে বেড়াই তোমার সন্ধানে ।।
কত দেশে গেলাম কতই খুজিলাম, কত যে শুনিলাম কানে
শুনে গালাগালি দিবানিশি জ্বলি, বেধেছো তোমার মন পাষাণে ।।
তুমি পরবাসে আমি আশার আশে, চাহিয়ে থাকি পথপানে
দেখা এসে দিলেনা সঙ্গে নিলেনা, কি আগুন জ্বালাইয়া দিয়েছো প্রাণে ।।
মায়া ফাঁসি দিয়া আমারে কাঁদাইয়া, আছো তুমি বসিয়া অভিমানে
গরল খাইবো মরিয়া যাইবো, ফাঁসিটি ছিড়িবো হ্যাচকা টানে ।।
সখি তোমরা আসিও, কাছেতে থাকিও, নামটি শুনাইয়ে দিয়ো মোর কানে
জালাল উদ্দীন বলে, যাবো দেশে চলে, ছাই দিয়ে সব কুলমানে ।।