জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৯৭

কোন সাগরে মানিক তুমি, কোন বাগিচার ফুল
তুমি আমার ময়না টিয়া, পরাণের বুলবুল রে
কোন সাগরের মানিক তুমি রে ।।
আকাশে উঠিলে চন্দ্র, দেখে সবাই চাইয়া
তুমি আমার অন্তরের চান, কই রইলে লুকাইয়া রে ।।
আসবে বলে কথা ছিলো, ঐ না ফাল্গুন মাসে
সারা জীবন কাটাইলাম কতই আশার আশে রে ।।
বাঁশের না পাতা যেমন, বাতাসে লড়ে
মুই অভাগীর পরাণ খালি ছটফট ছটফট করে রে ।।
বুক ফেটে যায় মুখ ফোটেনা, লোকের হইলাম বৈরী
জালালে কয় এই যন্ত্রণায় কোনদিন প্রাণে মরি রে ।।